কেন্দ্রীয় নেতা শাহিনূর পাশা’র সাথে জগন্নাথপুরে জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময়
1 min readমাহদী হাসান:: কেন্দ্রীয় জমিয়তের ভাইস চেয়ারম্যান,সাবেক এমপি এ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী জগন্নাথপুর এক সফরে আসা উপলক্ষে উনার সাথে সৌজন্য সাক্ষাত উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা শরিফুজ্জামান খাগাউড়ী, ছাত্র জমিয়ত হলদিপুর চিলাউড়া ইউ.পি সভাপতি ইব্রাহীম খলীল, সেক্রেটারী খলিলুর রহমান, ছাত্র জমিয়ত কুলন্জ ইউনিয়ন শাখার দায়ী বিষয়ক সম্পাদক শিহাব আহমদ, চিলাউড়া ইউনিয়নের
পাঠাগার সম্পাদক হাঃ আকমল হোসাইন, সমাজ সেবা সম্পাদক
সুহাইব আহমদ,এছাড়াও জুনাইদ আহমদ,ইসহাক আহমদ,আলি আখতার প্রমুখ।
সৌজন্য সাক্ষাতে সাবেক এমপি শাহিনূর পাশা জমিয়তের বিগত কর্মী সম্মেলনের সফলতা সহ দেশের সার্বিক পরিস্থিতি এবং জমিয়তের কাজকে বেগবান করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন।