সিলেট -তামাবিল গনপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি
1 min readমো: আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি, সিলেট:- সিলেট-তামাবিল রোডে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে জৈন্তাপুর উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে জৈন্তাপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ ।
গত শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদরের জৈন্তাপুর বাজার বাসস্ট্যান্ডে এ থানার সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মনির আহমেদ সৈকতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল মালিক আমন,হানিফ মোহাম্মদ,জোবায়ের আহমদ নিরব ,জোবায়ের আহমদ
সাধারণ সম্পাদক জি.এম জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আখলাকুর রহমান জনি,এস.ডি দিলদার সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমদ (1) সোলেমান আহমদ (2)চারিকাটা ইউনিয়ন শাখার সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক শিমুল হোসেইন,
চিকনাগুল ইউনিয়ন শাখার সভাপতি রাসেল আহমদ, ফতেপুর ইউনিয়ন শাখার সাব্বির রহমান ,সাধারণ সম্পাদক আলমগীর হোসেইন, নিজপাট ইউনিয়ন শাখার সভাপতি পারভেজ মোশারফ ,সাধারণ সম্পাদক ফাহিম আহমদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি এবং ছয় ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ।
উপস্থিত বক্তারা বক্তব্যে বলেন যে ঢাকা,চট্টগ্রাম সহ দেশের প্রায় সব জেলায় শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ ভাড়া দিয়ে স্কুল ,কলেজে ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করছে । কিন্তু সিলেট-তামাবিল রোডে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয় না । শিক্ষার্থী পরিচয় দিলেও পরিবহনে অনেক সময় উঠানোও হয় না। হাফ ভাড়া না নিয়ে বাসের মধ্যে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা হয়। এছাড়াও ড্রাইভার ও হেলপারের গাফিলতি ও অসচেতনার কারণে বিভিন্ন জায়গায় প্রতিদিন বাসচাপায় প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীরা।
তাই তাদের যোর দাবি সকল ড্রাইভার ও হেলপার বৃন্দের সকল কার্যকলাপ সু-শৃঙ্খলতা ও সকল শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হউক।