নারী রহমত
1 min read[কাকলী আক্তার মৌ]
নারী ভেবে তোমরা আমায়;
কেউ কর না হেলা,
আমার গর্ভের মধ্য দিয়েই;
জগত হয় উজালা।
গর্ভে আমি ধারণ করি;
এই জগতের প্রাণ,
কুরআন বলে,নারী রহমত;
উচ্চ তাদের মান।
রাসূল বলেন সব মেয়েদের;
পিতা হলাম আমি,
গালি দিও না নারী জাতিকে;
ওরা অমূল্য দামি।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)