টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি
1 min readক্রিড়া প্রতিবেদক :: বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল টেস্ট,টি-টুয়েন্টি ও ওডিয়াই খেলতে যার মধ্যে প্রথমে শুরু হবে টেস্ট ম্যাচ। তাই বিসিবি টেস্ট ম্যাচ খেলার জন্য ঘোষণা করল স্কোয়াড।
মুমিনুল হক(অধিনায়ক) , তামিম ইকবাল , সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম ,মো.মিথুন, লিটন দাস,তাইজুল ইসলাম,আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইবাদত হোসাইন, তাসকিন আহমেদ , মেহদি হাসান মিরাজ,মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ , ইয়াসির আলী চৌধুরি