গোয়াইনঘাটে ৩য় শ্রেণীর শিক্ষার্থী রাহিম নিখোঁজ
1 min readরিয়াজুল ইসলাম (গোয়াইনঘাট থেকে) :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাহিম আহমেদ (৮) নামের এক শিক্ষার্থী গত ২ দিন থেকে নিখোঁজ রয়েছে। রাহিম এর বাড়ী উপজেলার আলীরগাঁও ইউনিয়নের দুমকা গ্রামে, তার পিতার নাম মাহমুদ এবং সে কোওর বাজার ‘গারো সররকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।
প্রতিদিনকার মত রাহিম ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাড়ী থেকে স্কুলে যায়, স্কুল ছুটির পর বাড়ীতে না গিয়ে ঐদিন সে পার্শ্ববর্তী লাফনাউট মাদরাসার ওয়াজ মাহফিলে যায়, সেখান থেকে আর বাড়ী ফিরেনি। আত্মীয়স্বজন এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোন হদিস মেলেনি। তার গায়ের রঙ উজ্জল শ্যামলা। পরনে সবুজ স্কুল ড্রেস ছিলো।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার অনুরুধ জানিয়েছে রাহিম এর পরিবার। তার পিতার মোবাঃ 01719-072335 অথবা 01720-198694