আল-ইহসান সমাজকল্যাণ সংস্হা’র ৩ বছর মেয়াদী নতুন কমিটি গঠন
1 min readমুস্তাক রুমেন।।
“কুরআন-সুন্নাহর উক্তি জীবন গড়ার মূল নীতি” শ্লোগান কে সামানে রেখে ইসলামের এবং সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারী গঠন করা হয় একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক সংঘটন “বড়মোহা আল-ইহসান সমাজকল্যাণ সংস্হা দক্ষিন সুনামগঞ্জ সুনামগঞ্জ” ইতিমধ্যে সংঘঠন টি প্রতি বছর তাফসিরুল কুরআন মাহফিল এবং অসহায় মানুষের কল্যানে নিরলস ভাবে কাজ করে চলেছে।
২০১০ সালের ১০ জানুয়ারী গ্রামের কতিপয় যুবকদের নিয়ে গঠিত সংঘঠনের কার্যক্রম শুরু হয়, ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে সংঘঠনের দেশ-বিদেশে অবস্হানরত সকল সদস্যদের কে, গত কাল ০২-১৪-২০২০ রাত ০৮:৪০ ঘটিকায় আল-ইহসান সঃকঃসঃ এর ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
সভাপতিঃ মাওলানা মুজ্জাম্মিল হুসাইন ভুইয়া, সহ-সভাপতিঃ জুবেদ খান, হাফিজ আলিমুল ইসলাম ভুইয়া
সাধারন সম্পাদকঃ জুনেদ খান (লাদেন) সহ সাধারন সম্পাদকঃ মাওলানা মুশতাক আহমেদ রুমেন, সাংঘঠনিক সম্পাদকঃ মাওলানা সাদিকুর রহমান ভুইয়া সহ সাংঘঠনিক সম্পাদকঃ হাফিজ এমদাদুল হক, অর্থ সম্পাদকঃ মাও জাহিদুল ইসলাম তালুকদার, সহ অর্থ সম্পাদকঃ নাজিমুল ইসলাম জায়গীরদার, প্রচার সম্পাদকঃ মিনার খান সহ প্রচার সম্পাদকঃ হাফিজ রায়হান আহমদ, অফিস সম্পাদকঃ সোহাগ ভুইয়া সহ অফিস সম্পাদকঃ রুহুল আমীন।
এছাড়া ও সদস্যপদে সম্মানিত আরো ৩২ জন সদস্য রয়েছেন।
পুনরায় নির্বাচিত সভাপতি মাওলানা মুজ্জাম্মিল হুসাইন সীমান্তের আহ্বান কে বলেনঃ ইসলামের সঠিক পথে কিভাবে মানুষ কে নিয়ে আসা যায় সে লক্ষেই আমরা কাজ করে চলেছি, আমরা মানুষের দুঃখ কষ্ট স্বচক্ষে দেখতেছি কিভাবে মানুষ কষ্টে অনাহারে বস্ত্রহীন রাত দিন যাপন করছে, আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আমরা ইসলাম এবং সমাজের খেদমত নিঃস্বার্থ ভাবে কিয়ামত পর্যন্ত করে যেতে চাই।