মুসলিমের কান্নায় আরশ কাঁপে
1 min read[কাকলী আক্তার মৌ]
উইঘুরের মুসলিম যখন;নির্যাতনের ভাড়ে,
শান্তি মনে,টিকতে যখন;পারছিল না ঘরে;
প্রাণের ভয়ে,অস্থিরতায়;কান্না ভেজা জলে,
ছুটছে যখন এদিক ওদিক আকুতি নিয়ে দলে।
নিষ্পেষিত হচ্ছিল জন;খোলা খড়গের তলে,
রক্ত যখন নদী হয়ে ভেসে যাচ্ছে কূলে;
হাহাকারে,আর্তনাদে;আকাশ যখন ভারী,
দিচ্ছিল প্রাণ নির্যাতনে;পুরুষ,শিশু,নারী।
বাঁচার তখন আকুতি নিয়ে;ঈদ গাহের ঐ মাঠে,
অশ্রু ঝরায়ে শরীক হল;দোয়া মোনাজাত পাঠে;
গগন বিদারী আর্তনাদে;নিজেকে দিল সপে,
মজলুমের ঐ কান্নার জলে আরশ উঠল কেঁপে।
আল্লাহ তখন দোয়া কবুলে হুকুম করেন জারী,
করোনা নামের ভাইরাস দল দাড়িয়ে গেল সারি।
আক্রমনের প্রস্তুতি নিল সজ্জিত হয়ে রণে,
ছড়িয়ে গেল সারাদেশের;আনাচে,কানাচে,কোণে।
আক্রমনে নিচ্ছে তারা এমন প্রতিশোধ,
কোন ভাবেই পারছে না কেউ;গড়তে প্রতিরোধ।
আরো যারা আছো ভবে;ফেরাউনের ঐ দলে,
তাদের দেখে নত নাও;প্রভুর কদম তলে।
নইলে তব,দিবে প্রাণ,গজব মেখে গায়ে;
বিনাশ হবে জাতি,কুল,আযাব সয়ে সয়ে।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)