নিখোঁজ হওয়ার ৫ দিন পর বিয়ানীবাজারের ব্যবসায়ীকে উদ্ধার
1 min readএম,এবাদুর রহমান খান।।
বিয়ানীবাজার উপজেলার এক মৎস ব্যবসায়ীকে আজ সকালে উপজেলার কাকরদিয়া গ্রামের নির্জন জঙ্গল থেকে উদ্ধার করেছেন স্থানীয় লোকেরা।
আজ ১৪ ফেব্রুয়ারি সকালে একজন মহিলা সুপারি খুজতে গিয়ে হঠাৎ দেখতে পান জঙ্গলে একজন মানুষ পড়ে আছে তখন স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে এলাকার লোকদেরকে নিয়ে থাকে উদ্ধার করে অচেতন অবস্থায় বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় স্টক করেছেন বলে দাবি করে তৎক্ষনাৎ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পেরন করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তিনি একজন মৎস ব্যবসায়ী গত ৫ দিন আগে মাছ বিক্রির জন্য বের হলে আর বাড়িতে না ফেরায় তিনি নিখুজ ছিলেন।