১৪-ই ফেব্রুয়ারি সীমান্তবর্তী এলাকা নরসিংপুরে মনোমুগ্ধকর গজলসন্ধ্যা
1 min readএইচ এম জিয়াউর রহমান :: গজলসন্ধ্যা বাস্তবায়ন কমিটি’র উদ্যেগে আগামী ১৪-ই ফেব্রুয়ারি ২০২০ ইং নেতরছই ইবতেদায়ী মাদ্রাসার সম্মুখ মাঠে একটি মনোমুগ্ধকর গজলসন্ধ্যার আয়েজন করা হয়েছে। দেশের পরিচিত খ্যাতনামা শিল্পীদের নিয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে মনোমুগ্ধকর এই গজলসন্ধ্যা।সিলেটের কৃতি সন্তান কবি মীম সুফিয়ানের উপস্হাপনায় কলরব শিল্পী আহমদ আব্দুল্লাহ, ফয়েজ আহমেদ শাহরুখ,মুজাহিদুল ইসলাম বুলবুল,শালিন আহমেদ,শেখ এনামসহ অনন্য শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
অপসাংস্কৃতির মোকাবেলা এবং সুস্হ সাংস্কৃতি’র চর্চা হিসেবে-ই মূলত এ আয়োজন। গজলসন্ধ্যা বাস্তবায়ন কমিটি এবং এলাকার লোকজনের ধারণা এধরনের আয়োজন এলাকায় সাড়া জাগাবে।
গজলসন্ধ্যাকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে আপনাদের আমন্ত্রণ রইলো।