সব প্রস্তুতি সম্পন্ন; জমিয়তের কর্মী সম্মেলন আগামীকাল
1 min readনিজস্ব প্রতিনিধি :: শতাব্দি প্রাচীন ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মী সম্মেলন আগামী কাল (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দলের তরফ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
কর্মী সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল (১৩ ফেব্রুয়ারী) বিকেলে জমিয়তের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, যুগ্মমহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, অর্থ-সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহকারী যুগ্মমহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমূদী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, কার্যনির্বাহী সদস্য মাওলানা মুনির আহমদ, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল প্রমুখ।
বৈঠকে কর্মী সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ শেষে প্রস্তুতি কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে সম্মেলন স্থলের স্টেজ সজ্জা, চেয়ার, মাইক, লাইভ সম্প্রচার, ডিজিটাল এলইডি ডিসপ্লে, সাউন্ড কন্ট্রোল, শৃঙ্খলা রক্ষা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যদের পরিচালনা’সহ আনুষাঙ্গিক বিষয়ে সংশ্লিষ্ট কাজ পরিচালনার দায়িত্বশীলদেরকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী উম্মাহ ২৪ ডটকমকে বলেন, আমাদের সকল প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন। আমরা আশা করছি, একটা সুন্দর, সুশৃঙ্খল সম্মেলন দলের কর্মীদেরকে উপহার দিতে পারব।
তিনি বলেন, দেশব্যাপী গণসংযোগের সময় কর্মীদের মাঝে আমরা যে পরিমাণ উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করেছি, তাতে আমরা আশাবাদি ন্যূনতম ২০ হাজার কর্মী সম্মেলনে জমায়েত হবেন। আমরা মহান আল্লাহর সাহায্য কামনা করছি, যাতে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে কর্মী সম্মেলন শেষ করতে পারি