বাবুই পাখি
1 min read[কাকলী আক্তার মৌ]
বাবুই পাখি,বাবুই পাখি,
বাসা গুলি খালি রাখি।
সবাই দলে দলে;
কোথায় যে গেলে চলে?
শুনি না কেন গান?
করলে কি অভিমান?
দেখি না কেন আর;
তাল গাছের ঐ পাড়?
নান্দনিক ঐ বাসা;
কতই ছিল খাসা!
দাড়িয়ে দেখতাম সবে,
আনন্দিত হয়ে ভবে।
এখন তোমরা নাই,
ভেবেই কষ্ট পাই।
শোন পাখি,ডেকে বলি,
তাড়াতাড়ি আস চলি।
বাসা গুলি খালি রাখি,
যেও না আর;বাবুই পাখি।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)