“যে গল্প মায়ের” গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন
1 min readহিফজুর রাহমান।।
খলিলুর রহমান নাফের ‘যে গল্প মায়ের” গল্পগ্রন্থ মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের দিল্লী রেস্টুরেন্টে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
অমর একুশে গ্রন্থমেলায় জসিম বুক হাউজ সিলেট থেকে প্রকাশিত হয়েছে বইটি। বইটি সিলেট বইমেলার জসিম বুক হাউজে পাওয়া যাবে।
খলিলুর রাহমান নাফে এক সাক্ষাৎকারে বলেন, ‘নিজের ভালোলাগা থেকেই লেখালেখি করি। সেই সাথে দায়বদ্ধতাও চলে আসে। আমি কথা দিচ্ছি এর পর থেকে লেখার সময় পাঠকের চাহিদাকে নিজের রুচি, সৃজনশীলতা এবং ভালো লাগার মাধ্যমে প্রকাশ করব।
কবি হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন,মৌলভীবাজার জেলার পরিচিত মুখ,ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার নাইবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদি।
আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার নূরুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল ও নাইবে প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দিন ইউসূফ।
মাওলানা আজফার খান,হাসান আহমদ খান, আহমদ জুবায়ের জুয়েল।
অনুষ্ঠানে সাহিত্যালোচনা করেন, সাংবাদিক এহসান বিন মুজাহির, বিহানের সম্পাদক মুতিউল মুরসালিন।
এছাড়াও শ্রোতাদর্শক ছিলেন, মুস্তাকিম আল মুন্তাজ, আব্দুল বারী খোবায়েব, তাফাজ্জুল হক,আহমেদ ইমরান, হাসান আহমদ, নাহিব আহমদসহ প্রমুখ সাহিত্যপ্রেমী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান
সবশেষে মাওলানা শেখ নূরে আলম হামিদির মোনাজাতের মাধ্যমে, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।