যুবাদের সংবর্ধনা দিবে বাংলাদেশ বিমানবাহিনী
1 min readনিজস্ব প্রতিনিধি।।
বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে নিয়ে সন্ধ্যায় বাংলাদেশে আসবে, যুব টাইগারদের বহনকারী বিমান! এই যুব টাইগারদের এই অবিস্মরণীয় এই কৃতীত্বের প্রতি সম্মান প্রকাশ করতে বাংলাদেশ বিমানবাহিনী এক উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ দলকে তারা ওয়াটার সেল্যুট অভ্যর্থনা জানানোর মতো বিশেষ সংবর্ধনা দেবার ইচ্ছে জানিয়েছে।