জৈন্তাপুর উপজেলা মৎস্যজীবী লীগের কমিটি গঠন
1 min read
মোঃ আব্দুল্লাহ :: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জাৈন্তাপুর উপজেলা কার্যনির্বাহী কমিটির অনুমােদন দেওয়া হয়েছে। ২ ফেব্রয়ারি সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এম. এন. নবী ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস স্বাক্ষরিত পুলিন সরকারকে সভাপতি ও সুবল চদ্র বিশ্বাসক সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমােদন দেন। কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি ইদ্রিছ আলী, রবিদ্র বিশ্বাস (মুকুল), আব্দুল্লাহ মিয়া, খােকা দাস, আব্দুর রশীদ, সেলিম আহমদ ও আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক অরণ বিশ্বাস, অজিদ চদ্র দাস, আলাউদ্দিন (পাখি মিয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিলস দাস, অর্থ বিষয়ক সম্পাদক নেদলাল বিশ্বাস, মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক জিতদ্র বিশ্বাস, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক হরিদ্র বিশ্বাস, বন ও পরিবশ বিষয়ক সম্পাদক সুরেশ নমঃ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিতাই চদ্র বিশ্বাস, দুর্যাগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মইনুদ্দিন, জনশক্তি কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক বশির আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আহমদ আলী, আইন বিষয়ক সম্পাদক ইসা মিয়া, সমবায় ও কষি বিষয়ক সম্পাদক কলিম উল্লাহ, স্বাস্য বিষয়ক সম্পাদক জতিদ্র সরকার জতই, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রশনা বগম, দপ্তর সম্পাদক সম্পাদক আব্দুল খালিক, সাংস্তিক বিষয়ক সম্পাদক রশিক নমঃ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক টখই মিয়া, তথ্য ও গবষণা বিষয়ক সম্পাদক চমক বিশ্বাস, শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক লােকশ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুন নুর, ত্রাণ ও দুর্যাগ বিষয়ক সম্পাদক সুসিল নমঃ, সাংগঠনিক সম্পাদক দিগন চদ্র দাস, কষ্ণ নমঃ ও বদরল আলম, উপ-দপ্তর সম্পাদক আক্তার আহমদ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রব, কার্যনির্বাহী সদস্য রঞ্জু সরকার, গাপাল বিশ্বাস, মনাই মিয়া, সুসিল নমঃ, একলাছ মিয়া, দুলন নমঃ, বিনদ নমঃ, আব্দুর রব, আব্দুল হাসিম।