জামেয়া দারুসসালাম লাফনাউটের বার্ষিক মাহফিল আজ
1 min readরিয়াজুল ইসলাম, (গোয়াইনঘাট) :: আজ ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ‘ওলীকুল শিরোমণী হযরত মাও. আব্দুল করিম শায়েখে ছত্রপুরী (রহঃ) এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামেয়া আহলিয়া দারুসসালাম ও দারুল হাদিছ লাফনাউট মাদরাসা গোয়াইনঘাট, সিলেট’র বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরদিন শুক্রবার ফজর পর্যন্ত মাদরাসা সংলগ্ন মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বিশাল এই মাহফিলটি সফল করতে মাদরাসা কর্তৃপক্ষ ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন করেছে। জামেয়ার মুহতামিম হযরত মাও. আব্দুল খালিক (শায়েখে চাক্তা)’র সভাপতিত্বে মাহফিলে ওয়াজ করবেন দেশের বরণ্য ওলামা মাশায়েখগণ।
এতে ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতি, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামেয়ার মুহতামিম মাও. আব্দুল খালিক (শায়খে চাক্তা)।