ইরফান আলী ফাউন্ডেশনের কম্বল বিতরণে গোয়াইনঘাট চেয়ারম্যান ও ইউএনও
1 min readআবু তালহা তোফায়েল :: ১২ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০ টায় গোয়াইনঘাট সদরে ইরফান মঞ্জিলে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং বিলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাংবাদিক আব্দুল মালিক, আলহাজ্ব ইউনুস আলী, আব্দুল মালিক, বদরুল ইসলাম, রুহুল আমিন প্রমুখ।
এসময় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণে অতিথিরা বলেন, সবাই নিজ নিজ স্থান থেকে শীতার্ত ও অসহায়দের মাঝে সহায়তার হাত বাড়ালে গোয়াইনঘাটে অনাহারে বা শীতার্ত অবস্থায় কেউ অবহেলিত থাকবে না। তাই সবাই এভাবে এগিয়ে এসে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সহায়তা করবে। আমরাও ভালো থাকবো, অসহায়দেরও ভালো রাখবো।