মানিকগঞ্জ জেলা জমিয়তের মতবিনিময় ও কমিটি গঠন
1 min readমাহদী হাসান :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মানিকগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে এক উলামা সম্মেলন গতকাল ১১টায় মানিকগঞ্জ সদরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সহ-সভাপতি মাওলা আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, ঢাকা মহানগরীর সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা হামি জহিরী।
সমাবেশে মুফতি জাহিদুল ইসলামকে আহবায়ক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল আউয়ালকে যুগ্ম আহবায়ক এবংমাওলানা উবায়দুল্লাহকে সদস্য সচিব ও মাওলানা আব্দুর রাজ্জাককে যুগ্ম সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিগঠন শেষে উপস্থিত নেতৃবৃন্দ জমিয়তের ১৪ ফেব্রুয়ারী কর্মী সম্মেলন সফল করতে মতবিনিময় করেন।