"বাংলা আমার মা‌য়ের ভাষা" - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

“বাংলা আমার মা‌য়ের ভাষা”

1 min read

[কাকলী আক্তার মৌ]

বাংলা আমার মায়ের ভাষা;
বাংলায় কথা কই,
বাংলাই মোর জাতি পরিচয়
বাংলায় বেঁচে রই।

বাংলা আমার মনের কথার
অমূল্য এক ধারা,
পাবে না খোঁজে সমতুল্য তাঁর
শিলালিপিতে সেরা।

বাংলা সবার মুখের প্রকাশ;
দুঃখ সুখের গাথা,
সকল ভাষার সেরা ভাষা;
সব ভাষারই নেতা।

বাংলা মায়ের ভাষা খাঁটি;
অতুলনীয় দাম,
এই ভাষাকে কিনতে অনেক;
ঝরেছে রক্ত ঘাম।

সালাম,বরকত,রফিক আর;
বিনিময় শত প্রাণে;
মায়ের ভাষায় বুক ফুলিয়ে;
সুর তুলে যাই গানে।

বাংলা আমার,আমি বাংলার
বাংলা ভাষী জাতি,
ভাষার সুনাম জগত ছড়ায়;
বিশ্ব জোরা খ্যাতি।

লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.