“বাংলা আমার মায়ের ভাষা”
1 min read[কাকলী আক্তার মৌ]
বাংলা আমার মায়ের ভাষা;
বাংলায় কথা কই,
বাংলাই মোর জাতি পরিচয়
বাংলায় বেঁচে রই।
বাংলা আমার মনের কথার
অমূল্য এক ধারা,
পাবে না খোঁজে সমতুল্য তাঁর
শিলালিপিতে সেরা।
বাংলা সবার মুখের প্রকাশ;
দুঃখ সুখের গাথা,
সকল ভাষার সেরা ভাষা;
সব ভাষারই নেতা।
বাংলা মায়ের ভাষা খাঁটি;
অতুলনীয় দাম,
এই ভাষাকে কিনতে অনেক;
ঝরেছে রক্ত ঘাম।
সালাম,বরকত,রফিক আর;
বিনিময় শত প্রাণে;
মায়ের ভাষায় বুক ফুলিয়ে;
সুর তুলে যাই গানে।
বাংলা আমার,আমি বাংলার
বাংলা ভাষী জাতি,
ভাষার সুনাম জগত ছড়ায়;
বিশ্ব জোরা খ্যাতি।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)