“বাংলা তাপে বিশ্ব কাঁপে”
1 min read[কাকলী আক্তার মৌ]
বাংলাদেশের কর্মে এবার;
বেজায় পেলাম সুখ,
এতো কষ্টের মাঝেও তাই;
ফুলে উঠেছে বুক।
তোমরা সবে দামাল ছেলে;
বাংলা মায়ের বীর,
কর্মে সবার,ভরেছে বুক;
উচু হয়েছে শির।
বাংলা তাপে,উঠল কেঁপে;
বিশ্ব বুকের মনে,
খেলার মাঠে শিরোপা জিতে
ভরিয়ে দিলে প্রাণে।
উচ্ছাস তাই ঘরে বাইরে;
নাচের তালে তালে,
অভিবাদনটা জানাই সবে;
দেশের নিশান তুলে।
লেখক: কাকলী আক্তার মৌ (সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)