পাথর কোয়ারী বন্ধে বেকার লক্ষ শ্রমিক, রাজস্ব হারাচ্ছে সরকার
1 min read
হযরতআলী (স্পেশাল প্রতিনিধি) :: পাথরের খনি অথবা রাজ্য হিসেবে পরিচিত সিলেট জেলা।এই জেলারই সবচেয়ে বড় পাথর খনি অবস্থিত জাফলং বিছনাকান্দি কোম্পানীগঞ্জ। যেখানে প্রতিদিন কয়েক লাখ মানুষ কাজ করে, যে কাজ করতে পারে না সেও নাকি এখানে দিনে ৪০০-৭০০টাকা উপার্জন করতে পারে। লাখো শ্রমিকের কর্মক্ষেত্র হিসেবে পরিচিত ছিল এই জাফলং। যেখানে কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, উৎমা,কোয়ারীগুলোতে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে।কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় সবচেয়ে বড় পাথর খনি জাফলং ও ভোলাগঞ্জ কোয়ারী দুটিও বন্ধ। জাফলং ও ভোলাগঞ্জের পাথরের গুণগতমান এতটাই ভাল যে সমগ্র বাংলাদেশে এই পাথরের চাহিদা ছিল সবার আগে।
বিগত পাথর কোয়ারীগুলো বন্ধ থাকায় সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব আর শ্রমজীবী মানুষেরা হারিয়েছে তাদের কর্মক্ষেত্র।সরকার হয়ত এবার শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশার দিকে তাকিয়ে এবং সরকারের কোটি টাকার রাজস্ব আয়ের কথা চিন্তা করে জাফলং এর পাথর কোয়ারী খোলে দিবে। যে জাফলং কে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মক্ষেত্র হিসেবে বেঁচে নিত সেই জাফলং এর মানুষই এখন কর্মহীন হয়ে বসে আছে।
তাই জাফলং ভোলাগঞ্জ, উৎমা, শাহ আরফিন সহ সকল পাথর কোয়ারীগুলোকে খেটে খাওয়া সাধারণ মানুষের কর্মক্ষেত্র হিসেবে খুলে দিয়ে আগের মত কর্মচাঞ্চল্যে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান অত্র এলাকার ব্যবসায়ী ও সচেতন মহল।