জকিগঞ্জে ব্যাপকভাবে চলছে জমিয়তের কর্মী সম্মেলনের দাওয়াতী কার্যক্রম
1 min readতুফায়েল বিন জব্বার।।
৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি রন্দ্র-রন্দ্রে জমিয়ত নেতৃবৃন্দরা ছড়িয়ে পড়েছে জমিয়তের কর্মি সম্মেলনের দাওয়াত নিয়ে, সারা দেশের ন্যায় জকিগন্জের আনাচে-কানাচে জমিয়ত নেতৃবৃন্দের দাওয়াতী সফর অভ্যাহত রয়েছে।
আগত ১৪ ই ফেব্রুয়ারি’ ঐতিহাসীক ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জমিয়তের জাতীয় কর্মি সম্মেলন সফলের লক্ষে গতকাল ৯ জানুয়ারি সকাল ১০ টার সময় হাড়িকান্দী মাদ্রাসা থেকে শুরু হয় একটি জমিয়তী কাফেলার দাওয়াতী সফর।
হাড়িকান্দী মাদ্রাসা থেকে কালিগন্জ জামেয়া” কালিগন্জ জামেয়া থেকে দারুল আযকার মাদ্রাসা” তার পর হানিফগ্রাম দারুল ফয়েজ একাডেমি” তার পর ইনামতি মাদ্রাসা, তার পর মুনসিবাজারর মাদ্রাসা, তার পর বারটাকুরী মাদ্রাসা, তার পর শাহগলী বাজার মাদ্রাসা, তার পর শাহবাগ জামেয়া মাদানীয়া ক্বাসিমুল উলুমে দাওয়াত দিয়ে সমাপ্ত হয় গতকালকের দাওয়াতী সফর।
দাওয়াতী সফরের নেতৃত্বে ছিলেন” সিলেট জেলা জমিয়তের যুগ্ন সাধারন সম্পাদক. মাও. আব্দুল মালিক ক্বাসিমি।
জকিগন্জ উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত শেক্রেটারি’ মাও. জামিল আহমদ।
সফরের সাথে ছিলেন” জকিগন্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি. মাও. আব্দুশ শহিদ।
সাধারণ সম্পাদক. মাও. শিব্বির আহমদ।
মাও. শিব্বির আহমদ।
জকিগন্জ উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক. এইচ এম হাবিব। সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলহামদুলিল্লাহ” আমাদের সফরে পুরো জকিগন্জ ব্যাপি যতেষ্ট পরিমাণ সাড়া পড়েছে।
সফর এখনো অভ্যাহত রয়েছে।