ছাত্র জমিয়ত কর্মী সাইফুল্লাহ মাসুমের ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক
1 min readনিজস্ব প্রতিনিধি।।
ছাত্র জমিয়ত বাংলাদেশ মোমেনশাহী, নান্দাইল উপজেলার সাধারন সম্পাদক মাও: বায়জিদ আহমাদ এর ভাগিনা ছাত্র জমিয়তের একনিষ্ট কর্মী হাফেজ সাঈফুল্লাহ আল মাসুম আজ এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। ইন্না-লিল্লািহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ।
আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, সাইফুল্লাহ হাফেজে কোরআনের সাথে সাথে অত্যন্ত মেধাবীও ছিলো।সে এ বছর ফজিলত ১ম বর্ষের ছাত্র। নান্দাইল উপজেলায় ছাত্র জমিয়তের কাজকে বেগবান করতে প্রাণপন চেষ্টা করে গেছে। তার ইন্তেকালে ছাত্র জমিয়ত একজন একনিষ্ঠ কর্মী হারালো।তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তায়ালা সবরে জামিল দান করুক । আমীন।