একুশের অনুপ্রেরণা
1 min read[জুয়েনা জেরিন ইসলাম]
একুশ দিয়েছে প্রথম প্রেরণা
একুশ কাটিয়েছে সকল জড়তা
সংবিধানে স্বীকৃতি পেয়েছে যেদিন বাংলা রাষ্ট্রভাষা।
একুশ জাগিয়েছে স্বাধীনতার চেতনা
গড়েছে ঐক্য ছিনিয়ে আনতে এই স্বাধীনতা।
একুশ বানিয়েছে সচেতন অতি,
দেশের মানুষকে তাদের অধিকারের প্রতি।
একুশ বুঝিয়েছে নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে,
বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব ভিত্তিতে।
একুশ করেছে জাতীয়তাবাদের উন্মেষ
হয়েছে মানুষ আত্মপ্রত্যয়ী,ভয় ভীতির করেছে শেষ।
একুশ যুগিয়েছে সাহস ও শক্তি,
পরাধীনতার প্রকোপ থেকে পেতে মুক্তি।
একুশ শিখিয়েছে পরবর্তীতে করবে কিভাবে সূচনা,
বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয় রাষ্ট্র পরিচালনা।
একুশ বাঙালির অর্জিত প্রথম শ্রেষ্ঠত্ব
একুশ শোকের চেতনায় উজ্জীবিত।