সুফিয়ানকে বাউল সভাপতির মামলা ও হামলার হুমকি
1 min readমোছাব্বি মাশরাফি।।
সিলেটের অন্যতম জনপ্রিয় ইউটিউবার সুফিয়ান বিন এনাম। তার ইউটিউব চ্যানেলের নাম- মুচকি হাসি। সে তার ইউটিউব চ্যানেলে রীতিমত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং সাথে সাথে যারা ইসলাম ও মুসলিমকে অবমাননা,কটুক্তি ও বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুক্তিসহ কথা বলে ভিডিও এর মাধ্যমে ইউটিউবে প্রকাশ করেন।
সদ্য বাউলরা যেভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলছে তিনি সুস্পষ্টভাবে তা তুলে ধরেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেন। তা থেকে সুফিয়ানের বিরুদ্ধে ক্ষেপে যায় বাউলরা এবং সদ্য সিলেট বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল তার ফেসবুক থেকে লাইভে এসে সুফিয়ানের বিরুদ্ধে, উনার বাবা- মায়ের বিরুদ্ধে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। যা জানা যায় সুফিয়ানের ফেসবুক আইডির একটি পোস্ট থেকে।
সুফিয়ান বলেন- আমি আমার নিরাপত্তা নিয়ে ভাবছিনা, ভাবছি আমার আদর্শ নিয়ে। আমার আল্লাহ ও রাসুলকে নিয়ে যারা অকথ্য ভাষায় কথা বলবে, তার প্রতিবাদ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, এটা হবে আমার পরম সৌভাগ্য। যতদিন বেচে থাকবো সৎ পথে থাকার দুয়া চাই।
আমার সাথে থাকবেন, আমার জন্য দুয়া করবেন
সাথে আছি 👍