“লা ইলাহা ইল্লাল্লাহ”
1 min read
[কাকলী আক্তার মৌ]
লা ইলাহা ইল্লাল্লাহ বলে
মেনেছি তোমায় রব,
অন্তর আত্মা স্বাক্ষ্য দিচ্ছে
তুমিই আমার সব।
আগুনে জ্বালো পানিতে ডুবাও
করিব তোমায় স্মরণ,
নরক কুন্ডের আযাব দিলেও
ছাড়িব না কুদরতি চরণ।
শত হাজার কষ্ট দিলেও কভু
যাব না তোমায় ভুলে,
আল্লাহ নামটি জপন করিবো
মন সুখে উঠিবে দুলে।
কলিমা পড়ে মেনে নিয়েছি
আল্লাহ;তুমি লা শরীক,
হাজার চেষ্টা করেও শয়তান
করাতে পারবে না শিরিক।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)