মুক্তাপুর ময়াখাই ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত
1 min readজৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর ময়াখাই ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়ে। ৯ফেব্রুয়ারি রোববার বিকাল ৩টায় মুক্তাপুর মাঠে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপদের হাতে পুরষ্কার তুলে দেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ দুলাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল। ফাইনাল খেলায় মুক্তাপুর ক্রিকেট একাদ্বশ ২০ রানে ময়াখাই ক্রিকেট একাদ্বশকে হারিয়ে টুর্নামেন্টের বিজয়ী হয়। পুরষ্কার বিতরণী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক টেড্র ইউনিয়নের সহঃ সভাপতি জামাল আহমদ, সমাজসেবী সাব্বির আহমেদ, মাসুক আহমদ, জৈন্তাপুর প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, আশিক উদ্দিন, জসিম উদ্দিন, ওলিউর রহমান গুলশান, আরিফ উদ্দিন প্রমুখ।