“চারিদিকে আজ অশ্লীলতা”
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
ঈমান আমল মেহনতের
বড়ই অভাব
চারিদিকে অশ্লীলতায় ধর্ষণ
চলছে সয়লাব৷
দোকানপাটে আড্ডা চলে
মসজিদ থাকে খালি
ভালো কথা নেই তো মুখে
চলে গালাগালি৷
ঘরে ঘরে টিভির নেশায়
বিভোর মা বোন
খবর নেই জাহান্নামে
চলছে আপনজন৷
ভাল পথে ভালো লাগেনা
মন্দ পথে চলা
এইনা দেখে বেদ্বীন-কাফের
খুশিতে উতলা৷
ভুলেই গেছি নিজ পরিচয়
আমরা মুসলমান
অবহেলায় থাকে পড়ে
পবিত্র কোরআন৷
আজ দুনিয়ায় দিকে দিকে
মুসলিম মাজলুম
ঘোড়ের মাঝে দেখছি মোরা
ভাঙ্গছে না যে ঘুম৷
ঈমান মাঝে মরিচা পড়ে
হয়ে গেছে কালো
ঈমানেতে শান দিয়ে আজ
জ্বালতে হবে আলো৷
মুসলিম মোরা শ্রেষ্ঠ জাতি
কোরআনে তা পড়
হেলা ছেড়ে মুসলিম
নিজ পরিচয় আকড়ে ধর৷
লেখক: আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)