প্রাণের ভাষা বাংলা
1 min read
[জুয়েনা জেরিন ইসলাম]
বাংলা ভাষা বাঙালির অস্তিত্বের চিহ্ন। একাকি কোন ঘরে একজন মানুষ থাকলে কারো সাথে যেমন কথা বলতে পারে না তেমনি বাংলা ভাষা ছাড়া বাঙালি লোকারণ্য স্থানে ও বদ্ধ ঘরে থাকার মতো ছটফট করে।
একজন প্রবাসী জানে তার কিভাবে অন্য ভাষা আয়ত্ব করতে হয়,একটি শিখে আবার অন্যটি পরক্ষনেই ভুলে যায়, বাংলা ভাষা ছাড়া অন্য ভাষাতে কথা বলতে কতটা তর্জমা করতে হয় তা ঐ মানুষটাই বোঝে।
হাজারো সমস্যার সম্মুখীন হলে ও তা প্রকাশ করতে পারে না সেইসব ভাষা না জানার অভাবে। সহ্য করে যেতে হয় তাকে সকল কষ্ট।
বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। এ ভাষা শিখতে আমাদের কোনো নির্দিষ্ট কলাকৌশল আয়ত্ব করতে হয় না। সহজেই আমরা বলতে পারি সাচ্ছন্দে সাবলীলভাবে ব্যক্ত করতে পারি মনের সকল ব্যাথা,সকল কথা অনায়াসে। কখোনো ভুলে যাই না বাংলাতে কোনটাকে কি বলে। বাঙালির প্রাণের সাথে মিশ্রিত বাংলা ভাষা। মনের ভাবাবেগের সবটুকু গভীরতা মাপা যায় বাংলা ভাষাতেই। তাইতো অকাতরে রফিক,শফিক,সালাম,বরকত, জব্বারসহ আমার ভাইয়েরা ৫২এ বিলিয়ে দিয়েছে প্রাণ; তবুও বিলুপ্ত হতে দেইনি বাংলা ভাষা। বাংলা ভাষা বাঙালির রক্ত দিয়ে কেনা। বাংলা ভাষা বাঙালির ঐতিহ্যের ধারক। বাংলা ভাষা বাঙালির গৌরব ও অহংকার।