দাওয়াতুল কুরআন পরিষদের ২দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
1 min readআব্দুল হাকিম (সিলেট সদর) :: গত ৪ ও ৫ ফেব্রুয়ারী (মঙ্গল ও বুধবার) বৃহত্তর উমাইর গাঁও দাওয়াতুল কোরআন পরিষদ এর ২দিন ব্যাপি তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম দিন (২ নং হাটখোলা ইউপি সাবেক চেয়ারম্যান) আলহাজ্ব জমির উদ্দিন ও হজরত মাওলানা এখলাছুর রহমান চৌধুরী সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা ‘আব্দুল হক সাহেব’ মৌলভীবাজার।
২য় দিন হজরত মাওলানা আব্দুল করিম সাহেব (মুহতমিম বড় ফৌদ ফয়যে আম মাদ্রাসা), হাজী কছির মিয়া সাহেব (সভাপতি উমাইর গাঁও হাফিজীয়া দাখিল মাদ্রাসা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মনোয়ার হুসেন সাহেব (ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মুজিবুর রহমান ছাতকি, হজরত মাওলানা জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ, আরও নবীন প্রবীণ উলামায়ে কেরাম তাফসীর পেশ করেন।।