ছাত্র জমিয়ত চিকনাগুল ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত
1 min readরুহুল আমীন,চিকনাগুল (জৈন্তাপুর) প্রতিনিধি।।
ছাত্র জমিয়ত বাংলাদেশ-জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউ/পি ছাত্র জমিয়তের ১ বৎসরের কমিটি হয়। গতকাল ৭.২. ২০২০ রোজ শুক্রবার রাত ৮ টা থেকে ইউ/পির অস্হায়ী কর্যালয়ে।ইউ/পি সভাপতি আফজল হোসাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিয়াউর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি হাঃ মাওঃ জামাল উদ্দীন সাহেব ও জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ উবাদুল্লাহ সাহেব ও জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক ছানাউল্লাহ মিসবাহ ও জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক রুহুল আমীন ও হরিপুর ইউ/পি ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক ফয়সাল আহমদ প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সাধারন সম্পাদক মাওঃ লুকমান হাকিম প্রমুখ। পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ ওবায়দুল্লাহ সাহেব ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।পুনরায় সভাপতি হন মাওঃ আফজল হোসাইন ও সাধারন সম্পাদক হাঃ ছানাউল্লাহ মিসবাহ ও যুগ্ম সম্পাদক হাঃজাকারিয়া আল মাহমুদ ও সহঃ সম্পাদক হাঃ রুহুল আমীন ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন হন।পরবর্তীতে সভাপতি সাহেবের দোয়ার মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করা হয়।