করুনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব; আবার নতুন রোগের আবির্ভাব
1 min read
মোছাব্বি মাশরাফি :: করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে এখন পুরো বিশ্ব। তার মধ্যে হানা দিয়েছে নতুন এক ভাইরাস,যার নাম কঙ্গো জ্বর। এ রোগে আক্রান্ত হলে সাধারণত রক্তবমি হয় । এই সংক্রমণে এখনও পর্যন্ত মালিতেই সাতজন মারা গেছেন। এই ভাইরাসটি সার্চ জাতীয় ভাইরাস।
মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, গেল মাসের শেষের দিকে সামোয়া গ্রামে,এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি এই রোগে আবারও আক্রান্ত হন ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। পরবর্তীতে ২ জন কে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যান। বর্তমানে মালিতে মোট ৭ জন
কঙ্গো জ্বরে মারা গেছেন।
তিনি আরও জানান,এটি সম্প্রতি ছড়িয়ে পড়া সার্চ জাতীয় ‘করোনাভাইরাস থেকে আলাদা।
এ ঘটনা তদন্তের জন্য দেশটির সরকার একটি কমিটি গঠন করলেও গেল বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।