টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের খুন হয়েছেন ছাত্রলীগ কর্মী
1 min readবিশেষ প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের খুন হয়েছেন ছাত্রলীগের এক কর্মী।
অভিষেক দে দ্বীপ নামের ওই কর্মী এমসি কলেজের ছাত্র।
জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ কর্মী সৈকতের নেতৃত্বে একদল যুবক দ্বীপের উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।
দ্বীপ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী ছাত্রলীগ কর্মী।
অভ্যন্তরীন দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রুপের ক্যাডারদের হাতে খুন হলেন দ্বীপ।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওমর ফারুক সিলেটভিউকে অভিষেক দ্বীপের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।