খেদমতে ক্বোরআন সুন্নাহ তেরাদলের ২ দিন ব্যাপি তাফসির মাহফিল আগামীকাল
1 min readএম,এবাদুর রহমান খান (বিয়ানীবাজার প্রতিনিধি)
আগামী কাল ও পরশু ৮ও৯ ফেব্রুয়ারি রোজ শনিবার ও রবিবার খেদমতে ক্বোরআন সুন্নাহ পরিষদ তেরাদল বিয়ানীবাজার এর উদ্যৌগে আগামীকাল থেকে শুরু হচ্ছে ২ দিন ব্যাপি তাফসিরুল ক্বোরআন মাহফিল।
উক্ত তাফসির মাহফিলে সভাপতিত্ব করবেন আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন সাহেব উপদেষ্টা অত্র পরিষদ।
মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তাফসির করবেন
আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জী
আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব ঢাকা
আল্লামা আনওয়ার হুসাইন চিশতি সাহেন নরসিন্দি
মুফতি শরিফুজ্জাম সাহেব রাজিবপুরি
মুফতি ইয়াকুব ক্বাসিমী নোয়াখালী
মুফতি ইসমাইল বুখারি সাহেব ঢাকা
বদরুল ইসলাম চন্ডিপুরী
তাফহিমুল হক হবিগঞ্জ
সাদ আমিন সাহেব ভরূনা
সহ দেশের নবীন ও প্রবীন উলামায়ে কেরাম
এতে সকলের দাওয়াত।