ভেঙে দেই দূর্নীতির কাল হাত
1 min read
[কাকলী আক্তার মৌ]
কম মূল্যে দ্রব্য কিনে বাড়িয়ে বেচে বেশ,
অনিয়মের যাতা কলে তাই;বঙ্গ জাতি শেষ।
দেখার আছে,শোনার আছে,বিচারের আছে লোক,
অনিয়মকারী কোন সাহসে;চলে উচ্চ বুক?
কোথায় তাদের শক্তিবল;কোথায় খুটির জোর?
যার কারনে সত্য নীতির হয় না কভু ভোর?
কোথা থেকে অনিয়মকারী পায় সাহস বল?
যার কারনে হাজার লোকের;ঝরে চোখের জল?
সিন্ডিকেটের চক্র গড়ে;কারা এমন করে?
যার কারনে দ্রব্য মূল্য হু হু করে বাড়ে?
দেশ জাতি সুশীল যদি;প্রতিবাদে তুলে ঝড়,
কোন শক্তির বলে তারা;চুরমার করে ঘর?
তবে কি ভাই,আমরা সবে,বন্দী হাতের পুতুল?
চিরকালই মারবে পিষে;করবে রসাতল?
অনিয়মের শিকড় গাছা উপড়াতে চাইলে সবে,
খুজতে হবে এখনি উপায়,বাঁচতে হলে ভবে।
এসো সবাই শপথ করি;ভুলে জাত পাত,
প্রতিবাদ করে ভেঙে দেই;দূর্নীতির কাল হাত।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)