“তাওবা”
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
রবের ভয়ে মনটা কাঁদুক
দুচোখ বেয়ে অশ্রু ঝরুক
হোকনা মাথা নত,,
গুনাহে গুনাহে কেটে গেল
দিন, মাস, বছর কতো।
এবার না হয় ফিরে এসো
মহান রবের পানে,,
দুঃখ ব্যথা কেউ জানেনা
কেবল তিনিই জানে।
ওহে বন্ধু! থাম এবার
বলো কবে ফিরবা,,
প্রস্তুত আছেন সদা তিনি
করতে ক্ববুল তাওবা।
♦♦♦♦
اللهم إنك عفو تحب العفو فاعفُ عني.
হে আল্লাহ! তুমি ক্ষমাশীল। ক্ষমাকে পছন্দ কর, সুতরাং তুমি আমাকে ক্ষমা কর।
লেখক:- আব্দুল্লাহ আল নোমান (সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)