জুনিয়র টাইগারদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ
1 min readমোছাব্বি মাশরাফি :: যতই দিন যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল ততই শক্তিশালী হচ্ছে। তাই তো চমক দেখিয়ে বসল অনুর্ধ ১৯ ক্রিকেট দল। অনুর্ধ ১৯ বিশ্বকাপের প্রতিটি ম্যাচ অসাধারণ খেলে রকিবুলরা আজ সেমি-ফাইনালে। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকে বাংলাদেশ সময় (২ঃ০০) টায় শুরু হবে ম্যাচটি। যদি আজকের ম্যাচ জয় লাভ করে তাহলে চলে যাবে ফাইনালে,সেটি হবে বাংলায় জন্য গৌরবের বিষয়। বড় বড় তারকারা বলছেন,নিউজিল্যান্ডের থেকে শক্তিশালী ও কৌশলী বাংলাদেশ ক্রিকেট দল।
এখন সময় শুধু বল গড়াবার। সবাই তাকিয়ে আছে যুবদের দিকে তারা যেনো জয় নিয়ে চলে যায় ফাইনালে, গড়ে তুলে বাংলার ক্রিকেট ইতিহাসের এক অনন্য রেকর্ড।