খোকার মক্তব - Shimanterahban24
May 28, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

খোকার মক্তব

1 min read

[আনীসুল মুরসালীন]

সকালবেলা বলছে মা তার
ছেলের কপাল চুমে
আর থেকো না ঘুমে খোকা
আর থেকো না ঘুমে।

উঠছে জেগে পাখ-পাখালি
তুমিও এবার ওঠো
শিখতে হবে দোয়া-দরূদ মক্তবে তাই ছোটো।

বেরিয়ে পড়ো জায়নামাজ আর কায়দা হাতে নিয়ে
আলিফ, বা, তা পড়বে তুমি মক্তবে আজ গিয়ে।

ঘুমিয়ে থাকা ছোট্ট-খোকা শুনে মায়ের কথা
জেগে ওঠে ভেঙে দিয়ে
ঘুমের নিরবতা।

চোখ মেলে তার মাকে খোকা
বলে দিয়ে হাসি
সকালবেলার মক্তব আমি
খুবই ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.