খোকার মক্তব
1 min read
[আনীসুল মুরসালীন]
সকালবেলা বলছে মা তার
ছেলের কপাল চুমে
আর থেকো না ঘুমে খোকা
আর থেকো না ঘুমে।
উঠছে জেগে পাখ-পাখালি
তুমিও এবার ওঠো
শিখতে হবে দোয়া-দরূদ মক্তবে তাই ছোটো।
বেরিয়ে পড়ো জায়নামাজ আর কায়দা হাতে নিয়ে
আলিফ, বা, তা পড়বে তুমি মক্তবে আজ গিয়ে।
ঘুমিয়ে থাকা ছোট্ট-খোকা শুনে মায়ের কথা
জেগে ওঠে ভেঙে দিয়ে
ঘুমের নিরবতা।
চোখ মেলে তার মাকে খোকা
বলে দিয়ে হাসি
সকালবেলার মক্তব আমি
খুবই ভালোবাসি।