আগামীকাল শ্রীরামপুরে ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন
1 min readমুস্তাক আহমেদ রুমেন :: প্রতি বছরের ন্যায় এ বছর ও শুরু হতে যাচ্ছে “শ্রীরামপুর সমাজকল্যাণ সংস্হা” দক্ষিন সুরমা সিলেটের উদ্দোগে “শ্রীরামপুর তালতলা মাঠে” মিনিবার ফুটবল টুর্নামেন্ট। আগামী কাল দুপুর ০২:৩০ মিনিটে খেলা উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্টানে উপস্হিত থাকবেন যুক্তরাষ্ট্র প্রবাসী মালেক মিয়া ফটিক মিয়া ৪নং কুচাই ইউপি চেয়ারম্যান জনাব আবুল কালাম এবং সুইট এন্ড ফুটস এর স্বত্বাধিকারী জনাব মুজিরুদ্দিন সাহেব। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে উদবোদনি ফ্রেন্ডস ক্লাব বনাম ইয়াং ফাইটার খাদিম।
সংঘটনে’র সভাপতি আব্দুল আহাদ বলেনঃ প্রতি বছরের ন্যায় এবারও মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। খেলাধুলা শারীরিক গঠন বৃদ্ধি করতে সহায়তা করে। মন মানসিকতা প্রফুল্ল রাখে। তাই পড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে।
সাংস্কৃতি সম্পাদক সজল আহমেদ বলেনঃ মাদক সন্ত্রাস নির্মুল করতে খেলাধুলার বিকল্প নাই, খেলাধুলা মেধা বিকাশ, শরীর ও মন বিকশীত করে। তাই আমরা এমন টুর্নামেন্ট আয়োজন করেছি।
১ম পুরস্কারঃ ১টি ৩২”এলইডি টিভি সাথে চ্যাম্পিয়ন ট্রফি।
২য় পুরস্কারঃ ১টি ২৪” এলইডি টিভি সাথে রানার্সআপ ট্রফি।
বিঃদ্রঃ ১ম রাউন্ড খেলা চলাকালীন সময়ে টিম এন্ট্রি করা যাবে। ফিস ৫০০ টাকা। যোগাযোগঃ ০১৭৪২৯০৭৭২০, ০১৭৩৫৯৫৪০২৩।