লেবাননে এক রেমিট্যান্স যুদ্ধার মৃত্যু
1 min readহেলাল আহমদ,লেবানন প্রতিনিধি:- লেবাননে কামাল হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যুদ্ধা স্ট্রোক করে মারা গেল।কামাল হোসেনের দেশের বাড়ী কুমিল্লা জেলা,দেবীদ্বার থানা মোখসার গ্রামের আবদুল খালেকের ছেলে।
কামাল হোসেন প্রত্যেক দিনের ন্যায় সকালে কাজে যাওয়ার জন্য প্রস্তুতিকালে তার বুকে ব্যাথা অনুভব হয়।সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তার তথ্যে জানা যায় সে স্ট্রোক করে মারা যায়।
কামাল হোসেন দীর্ঘ আট বছর আগে জীবন জীবিকার তাগিদে লেবানন আসে।এখানে আসার পর কিছুদিন বৈধ থাকলেও পরবর্তীতে মালিকের অত্যাচারে কাজ ছেড়ে অন্যত্র অবৈধ হয়ে কাজ করতো । সে অবৈধ থেকে মৃত্যুবরন করেন।বর্তমানে তার মরদেহ আল বুরুজ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।
তার মরদেহ অতি তাড়াতাড়ি পরিবারের নিকট পাঠানোর ব্যবস্থা করতে লেবানন কমিউনিটির নেতৃবৃন্দ অনুরোধ জানায় বৈরুত বাংলাদেশ দূতাবাসকে।