“প্রবাসীর চোখের জল”
1 min read[কাকলী আক্তার মৌ]
প্রবাসী ভাইদের যারা বলে কামলা,
তারা আগে নিজেদের মুখটা সামলা।
শ্রম দিয়ে যায় তারা দিবানিশি বেলা,
আহারের সময় নাই;করে অবেলা।
দেশে যত আছে সব;জ্ঞানী গুণী আমলা,
রেমিটেন্সে বেতন দেয়;ঐ সব কামলা।
তারপরও ভরে না;কারো পেট গামলা,
দেশে গেলে তারে দাও;হয়রানি,মামলা।
বউ ছেলে মেয়ে ছাড়ি,পাথরে মন বাঁধি,
বুকে তার হাহাকার;প্রবাসে যায় কাঁদি।
দেশে ফিরে যায় যখন;প্রবাসী জন,
ভাব না কেউ তারে;প্রিয় ভাই বোন।
অমানুষিক শ্রমে করে;হাড় ভেঙে পানি,
পরিবার দেশ জনের;টেনে নেয় ঘানি।
দেশে যদি যায় তারা;মমতার খোজে,
উত পেতে চেপে মার;চুপিসারে,বুঝে।
থাক সবে তোমরা;লুকিয়ে আড়ালে,
সুযোগে লুটে পুটে;ভর সবি খোড়লে।
প্রবাসীরা খেটে যায় দেশেরই তরে,
চোখ বুজে জল ফেলে;যায় শেষে মরে।
তখন ঐ লাশ নিয়ে ভাবে না কেউ,
কারো মনে উঠে না;দুঃখের ঢেউ।
লাশ নিয়ে টানা টানি;স্বজনের হায়,
অবশেষে নিবে কি;জাতি এই দায়?
লেখক: কাকলী আক্তার মৌ
লেবাননে কামাল হোসেন নামে এক প্রবাসী ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।একজন পরীক্ষীত রেমিটেন্স যোদ্ধার বিদায়ে;খুব কষ্ট অনুভব করছি।