প্রতিবন্ধী মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা; কারাগারে আ. লীগ নেতা
1 min readবিশেষ প্রতিনিধি, সিলেট :: জকিগঞ্জে ৪র্থ শ্রেণির এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত পৌরসভা আওয়ামী লীগ নেতা কয়েছ আহমদকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত।
পৌর এলাকার খলাছড়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে। কয়েছের বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ এনে ধর্ষিতার বাবা জকিগঞ্জ থানায় লিখিত দেনন। এর প্রেক্ষিতে সোমবার কয়েছ আহমদকে আটক করে পুলিশ।
সোমবার রাতেই তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে কয়েছকে আটক করে মামলা রুজু করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃত কয়েছ আহমদকে আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে পাঠান। ভিকটিমের ২২ ধারা জবানবন্দির জন্য আদালতে নেয়া হবে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বুধবার মাদরাসা ছুটির পর প্রতিবন্ধী শিক্ষার্থী বাড়ী যাওয়ার পথে পীরেরচক এলাকায় কয়েছ আহমদের বাসার পাশের বরই গাছের নিচে বরই কুঁড়াতে যায়। তখন কয়েছ আহমদ তাকে ধরে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। পরে মেয়েটি চিৎকার শুরু করলে লোকজন ঘটনাস্থলে গিয়ে বাসার ২য় তলার একটি কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।
জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ও লজ্জাজনক। ঘটনায় যারা জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূরক বিচার হওয়া দরকার।