জৈন্তাপুর প্রবাসি গ্রুপ’র দশম সহায়তা বিতরণ অনুষ্ঠিত
1 min readমোঃ আব্দুল্লাহ :: সিলেটের জৈন্তাপুর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এরই উদাহরনসরূপ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’র সহায়তায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে জৈন্তাপুর প্রবাসি গ্রুপ’র সহায়তায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৭ পরগনা সালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, প্রবাসি গ্রæপের নেতা জামান আব্দুন নাসের, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনছুর আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ‘র মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর প্রেসক্লাব‘র সভাপতি শাহেদ আহমদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।
এ সময় আরো উপস্থিত ছিলেন চিকনাগুল ইউপির সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, সাংবাদিক ফারুক আহমদ, সমাজসেবী দেলোয়ার হোসেন মাসুক, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, যুব জমিয়তের সভাপতি মাওলানা মাসুদ আজহার, জৈন্তাপুর উপজেলার প্রবাসী গ্রুপের রেমিটেন্স যোদ্ধারা।