❝পৃথিবীর ধোকা❞
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
এই পৃথিবী নয়তো কারো,
নয়তো কারো আপন।
মৃত্যু যখন আসবে কাছে,
রাখবেনা আর স্বরণ।
ফেলবে তোমায় ক্ষণিক মোহে,
মায়া,মমতা আর সুন্দর্যে।
করবে তোমায় বিমোহিত,
রং তামাশায় আচ্ছাদিত।
করবে তোমার সাথে বন্ধুত্ব,
দেখাবে শুধু একটিই প্রসঙ্গ।
দুনিয়াটা মস্ত বড়,
খাও-দাও আর ফুর্তি কর।
ভোগ বিলাসে জীবন চালো,
ভেবনা তুমি আর অন্য কোনো।
আধুনিকতায় জীবন গড়,
বাঁচবে তুমি আর কতদিন বলো।
সাজবে তোমার মন্ত্রী, প্রজা,
হবেই আবার উপদ্রষ্টা।
পরামর্শ দিবে সর্বসদা,
তুমি হলে এই পৃথিবীর রাজা।
পরকাল নিয়ে ভেবো না বোকা,
এসব হলো আজগুবি কথা।
মৃত্যু হলে আসবেনা সাজা,
জীবন হলো সুখের একটা।
রাখবে যে ভাই আস্থা আসা,
পৃথিবী তাকেই দিবে ধোকা।
বুঝবে যে আর এখন কেবা,
সময় হলে তা যাবেই দেখা।
লেখক: আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)