২৪ ফেব্রুয়ারি বিয়ানীবাজারে আসছেন জাগ্রত কবি মুহিব খান
1 min readএম,এবাদুর রহমান খান।।
আগামী ২৪শে ফেব্রুয়ারি বিয়ানীবাজার পি এইচ জি হাই স্কুল মাঠে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার যৌথ আয়েজনে মাহান মাতৃভাষা দিবস উপলক্ষে তেলাওয়াত মাহফিল ও নাসিদ সন্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র জনাব আব্দুশ শুক্কুর ও ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মসজিদে নামিরা লন্ডনের ইমাম সামাজ সেবক ইংল্যান্ড জমিয়ত নেতা আখতারুজ্জামান ও সামাজ সেবক হা,খায়রুল ইসলাম রাজনের পৃষ্ঠপোষকতায় ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যৌগে এই নাসিদ সন্ধায় উপস্থিত থাকবেন,
প্রধান আকর্ষণ
আলেম, দার্শনিকের, রাষ্টচিন্তাবিদ, ইসলামী সংগীত কিংবদন্তি মহাপুরুষ,
জাগ্রত কবি আল্লামা মুহিব খান।
আরো উপস্থিত তাকবেন
আহমদ আব্দুল্লাহ
আবু রায়হান
ফয়েজ আহমেদ শাহরুখ
আব্দুল করিম দিলদার সহ আরো অনেক সংগীত শিল্পী বৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াত করবেন
ক্বারি জহিরুল ইসলাম
বিশ্বজয়ী হাফিজ হুসাইন আহমদ
বিশ্বজয়ী হাফিজ আব্দুল্লাহ মাহফুজ
সহ আরো অনেক হাফিজ ও ক্বারিবৃন্দ।
উপস্থাপনায় তাকবেন উপস্থাপক
কনি মিম সুফিয়ান।