১১ ফেব্রুয়ারী জামিয়া ঝিগলী মাদরাসার ৬২ তম ওয়াজ মাহফিল
1 min readআবু সুলাইমান নাঈম (ছাতক থেকে)।।
দক্ষিণ ছাতক জামিয়া ঝিগলী মাদরাসার ৬২ তম ওয়াজ মাহফিল আগামী ১১ফেব্রুয়ারী (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
ছাতক থানার ভাতগাও ইউনিয়নের ঝিগলী গ্রামের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ঝিগলী মাদরাসার ৬২ তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ১১ টা পর্যন্ত মাহফিলে দেশের প্রখ্যাত আলেমগন তাশরিফ আনবেন। মঙ্গলবার বাদ আসর শায়খে কৌড়িয়া রাহঃ এর সাহেবজাদা মাওঃ হাঃ মুহসিন আহমদ হাফিঃ এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে।ইনশাআল্লাহ
ইতিমধ্যে ওয়াজ মাহফিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাদরাসা বিশাল মাঠজুড়ে প্যান্ডেল তৈরি করার আয়োজন চলছে। হাজার হাজার মুসল্লীদের ওয়াজ শুনার বিশাল ব্যবস্হাপনার কাজ চলছে। আলহামদুলিল্লাহ
ঝিগলী মাদরাসার সর্ববৃহৎ এই মাহফিলে সভাপতি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে সাহেবজাদায়ে শায়েখে কৌড়িয়া রাহঃ এর সুযোগ্য সাহেবজাদা হাঃ মুহসিন আহমদ হাফিঃ,, আমন্ত্রিত অতিথি হিসাবে দাওয়াত প্রধান করা হয়েছে যথাক্রমে হাঃ মাওঃ হাসান জামিল হাফিঃ। মাওঃ আমজদ হোসাইন আশরাফী হাফিঃ।মাওঃ মুস্তাকিম বিল্লাহ হামিদী হাফিঃ।মাওঃ কামরুল ইসলাম বিন ওলীপুরী হাফিঃ। এছাড়া স্হানীয় ইসলামিক স্কলারশিপগন উপস্থিত থাকবেন।ইনশাআল্লাহ
উক্ত সর্ববৃহৎ মাহফিলে সর্ব মহলের সবাইকে উপস্থিত থাকার জন্য মাদরাসার পক্ষে মাদরাসার নায়েবে মুহতামিম হাঃ মাওঃ সাঈদুর রহমান সাহেব সাহেবজাদায়ে ঝিগলী রাহঃ অাহ্বান করেছেন।