বিয়ানীবাজারে বরযাত্রীর মাইক্রোবাসের চাপায় ১৮ মাসের শিশু জান্নাত নিহত
1 min readএম,এবাদুর রহমান খান (বিয়ানীবাজার প্রতিনিধি)
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রাম নামক গ্রামে সোমবার দুপুরে বিয়েতে আগত বরযাত্রীর মাইক্রোবাসের চাপায় ১৮ মাস বয়সী শিশু জান্নাত নিহত হয়।
মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে নিহত জান্নাত বরের বাতিজি এবং বরের বড় ভাই আলতাফ হোসেনের মেয়ে।
বিয়ানীবাজার থানার ওসি অবনি সংকর কর বলেন রবিবার ঐ এলাকার আলতাফ হোসেনের ছোট ভাই ফাহিম আহমদ বিয়ের পিড়িতে বসেন সোমবার ছিলো ওয়ালিমা। ওয়ালিমায় যোগ দিতে বরযাত্রীদের গাড়ির চাপায় চাপা পড়ে শিশু জান্নাত তখন দ্রুত বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তখন সিলেট যাওয়ার পথে শিশু জান্নাত নিহত হয়।
শিশু জান্নাত নিহত হওয়ায় বর ও কনে পরিবারে নেমে আসে শোকের ছায়া।