“জীবনের শুরু”
1 min read[কাকলী আক্তার মৌ]
শুরুটা যদি হয় ছলনা দিয়ে,
বাকি দিন কাঁটবে যাতনা নিয়ে।
শুরুটা যদি হয় মিথ্যা দিয়ে,
পাপে পাপে প্রাণটা যাবে ক্ষয়ে ক্ষয়ে।
শুরুটা যদি হয় পাপাচার দিয়ে,
আমলের খাতাটা পাপে যাবে নুয়ে।
শুরুটা যদি হয় হারামের পথে,
জীবনের পথটা ভরে যাবে ক্ষতে।
শুরুটা যদি হয় হিংসার বুকে,
ঘৃণা ভরা নজরে তাকাবে লোকে।
শুরুটা যদি হয় অহংকারে ভরা,
জীবনে লেগে যাবে গ্রহণের খড়া।
শুরুটা যদি হয় লোকের হক মেরে,
সাদা মন,অন্তরে যাবে কালো ভরে।
শুরুটা যদি হয় হানাহানি করে,
প্রাণটা অখুশিতে খাবে কুড়ে কুড়ে।
সব কিছু ছেড়ে দিয়ে সরলতা নিয়ে,
বাকি দিন কেঁটে যাক সত্য দিয়ে।
তাই কবি মনে ভাব নিয়ে বারে বারে বলি,
বাঁকা পথ ছেড়ে দিয়ে সোজা পথে চলি।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)