কর্মী সম্মেলন সফলের লক্ষে বি-বাড়িয়া জেলা জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত
1 min readমাহদী হাসান।।
আগামী ১৪ ফেব্রুয়ারী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের এক মতবিনিময় সভা সুহিবপুর মাদরাসায় সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
জেলা সাধারন সম্পাদক মাওলানা যয়নুল আবদীন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আল্লামা আবদুর রব ইউসুফী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যায়- ইনসাফের সরকার প্রতিষ্টা করতে জমিয়তকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। গুম, খুন ও অপশাসনের বিরুদ্ধে গনজাগরন সৃষ্টিতে জমিয়তের এই সম্মেলন বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে খতীবে বাংগাল আল্লামা জুনায়েদ আল হাবীব বলেন, ১৪ তারিখের কর্মী সমেলনে বি-বাড়ীয়ার প্রত্যেক উপজেলা থেকে একত্রিত হয়ে গাড়ী বহর নিয়ে যেতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আলী আজম, মাওলানা আবদুল গফফার ছয়ঘরী প্রমূখ।