উখিয়ায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক
1 min readশাহেদ হোসাইন মুবিন :: কক্সবাজার জেলার উখিয়ায় একটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় বিদেশি অস্ত্রসহ যুবককে আটক করাহয়। আটককৃত যুবক টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের মকছুদুর রহমানের ছেলে আবু হেবাইব (২৮)। উখিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার আদনান তাইয়ান জানান, উখিয়া থানার উপ-পরিদর্শক ফকরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সন্ধ্যা বেলায় কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় চেকপোস্ট বসায়, টেকনাফ গামী একটি মোটর সাইকেল থেকে আবু হেবাইব নামের একজনকে বিদেশী অস্ত্রসহ ৫ রাউন্ড ও এ কে ৪৭ রাইফেলের গুলিসহ আটক করাহয়। আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইন মামলা দায়ের করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।