আল ক্বাসিম পরিষদ দুবাগ ইউনিয়নের তাফসির মাহফিল আগামীকাল
1 min readএম,এবাদুর রহমান খান।।
আগামীকাল বুধবার আল ক্বাসিম পরিষদ দুবাগ ইউনিয়ন বিয়ানীবাজার সিলেট এর তাফসিরুল ক্বোরআন মাহফিল।
স্থানীয় দুবাগ বাজার সংলগ্ন মাঠে সকাল ১০ ঘটিকা থেকে মধ্য রাত পর্যন্ত চলবে।
আসবেন আহলে সুন্নত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজিরে ইসলাম আল্লসমা নুরুল ইসলাম সাহেব ওলিপুরি, মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব আঙুরা, মাওলানা ইয়াকুব ক্বাসিমী সাহেন নোয়াখালীসহ আরো দেশের নবীন ও প্রবীন ওলামায়ে কেরাম।